Ajker Patrika

আলোচিত পাঁচ হাসির টিভি সিরিজ

আলোচিত পাঁচ হাসির টিভি সিরিজ

ব্রুকলিন নাইন-নাইন
পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজটি নির্মিত হয়েছে। প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন চলছে সিরিজের অষ্টম সিজন।

‘দ্য বিগ ব্যাং থিওরি’ সিরিজের অভিনয়শিল্পীরা। দ্য বিগ ব্যাং থিওরি
মার্কিন সিটকমের ইতিহাসে সময়ের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিগ ব্যাং থিওরি’। ২০০৭ সালে সিবিএস চ্যানেলে শুরু হয়েছিল এর প্রচার। সিরিজের ১২ তম সিজনের প্রচার শেষ হয়েছে ২০১৯ এর মার্চে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরের দুই মেধাবী তরুণ পদার্থবিজ্ঞানী আর তাঁদের কাছের তিন বন্ধু ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মূল চরিত্র। তাঁদের দৈনন্দিন জীবনকে ঘিরেই বোনা হয়েছে সিরিজের গল্প।

‘মডার্ন ফ্যামিলি’ সিরিজের পোস্টার। মডার্ন ফ্যামিলি
এবিসি চ্যানেলের জনপ্রিয় মার্কিন সিটকম সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’। ২০০৯ থেকে শুরু হয়ে মোট ১১টি সিজন প্রচার হয়েছে সিরিজের। গল্পের মূলে আছে তিনটি পরিবার। ক্যালিফোর্নিয়ার ওই তিন পরিবারের নানান কৌতুকপূর্ণ পরিস্থিতি সিরিজের গল্পের নতুন নতুন উপাদান যোগ করে।

‘ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়া’ সিরিজের দৃশ্য।ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়া
অহংকারী পাঁচ বন্ধু ফিলাডেলফিয়ায় একটি বার পরিচালনার দায়িত্ব নেয়। এই বারকে কেন্দ্র করে তাঁদের ব্যবসা প্রসারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারবার বিপদজনক সিদ্ধান্ত তাঁদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। তাঁদের সংকটে আশপাশের লোকেরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে। এফএক্স ও এফএক্সএক্স চ্যানেলে ২০০৫ সাল থেকে প্রচার হয়েছে সিরিজের ১৪টি সিজন।

‘দ্য মিডল’ সিরিজের অভিনয়শিল্পীরা। দ্য মিডল
মার্কিন জনপ্রিয় এই সিটকম সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুবার অ্যামি এওয়ার্ড বিজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া হিটন। সিরিজে তার নাম ফ্যান্সেস হেক। মধ্যবিত্ত বিধবা মহিলা। কিন্তু রসিক। তার হতাশাগ্রস্থ স্বামী, অবাধ্য ছেলে আর উশৃঙ্খল মেয়েকে নিয়ে জীবনের বিভিন্ন সংকট রসবোধ দিয়ে সমাধান করেন। এবিসি চ্যানেলে ২০০৯ থেকে ২০১৭ সালে প্রচার হয়েছে সিরিজের ৯টি সিজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত