বউভাতে গণমাধ্যম, দেহরক্ষী ও চালকদের প্রবেশ নিষেধ: সমালোচনার মুখে কাঞ্চন-শ্রীময়ী
২ মার্চ বিয়ের পিঁড়িতে বসেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী। এরপর গতকাল বুধবার সম্পন্ন হয় তাঁদের বউভাত। সন্ধেটা ছিল তারকাখচিত। কাছের বন্ধুবান্ধবসহ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের টেলিভিশনের দুনিয়ার তারকারা। এই পর্যন্ত সবটা ঠিকই ছিল, তবে সেখানে রাখা একটা বোর্ডের জন্য সমালোচনার মুখে এই জুটি