ভারতে আটক ৮০ নাবিক-জেলে, মজুত খাবার চলবে রোববার পর্যন্ত
ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে যাওয়ার পর বাংলাদেশের ৮০ নাবিক, জেলেসহ দুটি মাছ ধরা ট্রলার এখনো ওডিশার পারাদ্বীপ উপকূলে নোঙর করা রয়েছে। ট্রলার দুটিতে যে খাবার আছে, তা দিয়ে আটক কর্মীদের আগামীকাল রোববার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক আবদুস সাত্তার এবং একটি ট্রলারের প্রতিনিধি