মাদারীপুরের স্কুল-কলেজে ছেলে কম, সবাই ইতালি যেতে চান
মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াসমিন আক্তার বলেছেন, এখানকার স্কুল-কলেজে ছেলেদের কম পাওয়া যায়। সবাই যেকোনোভাবে ইতালি যেতে চান। এরপর তাঁরা ভয়াবহ বিপদে পড়েন। এই সংকট সমাধানে যিনি বিদেশে যাচ্ছেন তিনিসহ তাঁর পরিবারের সচেতনতা জরুরি। জেলার খবর, মাদারীপুর, জেলা প্রশাসক, ডিসি, ইতালি, লিবিয়া, বিদেশ