বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’
নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।
আরও খবর পড়ুন:
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’
নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।
আরও খবর পড়ুন:
নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় ডালিয়া ক্যানেলের সেলফির মোড় নামক স্থান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেনোয়াখালী হাতিয়া থেকে সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে আলাউদ্দিনের শ্বশুর বাড়ি থেকে তাঁকে আটক করে হাতিয়া থানা পুলিশ।
২৩ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আজ বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতেরা।
২৫ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার রাত ২টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করে আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।
২৯ মিনিট আগে