Ajker Patrika

চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় খালে মাছ ধরার জাল পাতা নিয়ে বিরোধের জেরে আবদুর শুক্কুর হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান মামলার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নুরুল আবছার, মো. রফিক, মো. সোলায়মান, আহাম্মদ ও মো. ইলিয়াস। মামলা থেকে খালাস পাওয়া তিনজন হলেন আব্দুল কুদ্দুস, মো. এনাম ও মো. আনোয়ার। তাঁরা আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রফিক পলাতক। অন্য চারজন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক রফিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট রাতে আনোয়ারার চাতরি ইউনিয়নের পশ্চিম সিংহরা গ্রামের বাসিন্দা আবদুর শুক্কুরকে (৫৫) খুন করা হয়। দুই দিন পর তাঁর লাশ বাড়ির কাছে মুরগির খামারের পাশে ধানখেতে পাওয়া যায়। এ ঘটনায় তাঁর ছেলে মিজান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বাড়ির কাছে খালে মাছের জাল পাতা নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আবদুর শুক্কুরের ঝগড়া হয়। এরপর তিনি বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে ফোনকল পেয়ে তিনি বাইরে বের হন। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর লাশ অদূরে ধানের জমিতে ফেলে দেওয়া হয়। দুই দিন পর ধানের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২৮ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে আটজনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত