মুরগির শাহি কোর্মা
ব্রয়লার ছাড়া যেকোনো মুরগি ১ কেজি, টকদই আড়াই শ গ্রাম, বড় কাপের দেড় কাপ পেঁয়াজবাটা এবং দেড় কাপ ঝুরি করে কাটা পেঁয়াজ, সয়াবিন তেল ২ কাপ, দারুচিনি ও এলাচি ৪ থেকে ৫টি করে, ঘি ৫ থেকে ৬ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এবং মরিচ ও ধনে গুঁড়ো আধা চা-চামচ করে, গুঁড়ো দুধ ৮ চা-চামচ, কাঠবাদাম ও পেস্তা বাদাম পেস্ট ৪ চা-চ