পায়ে লিখে জিপিএ-৫ পেয়েছে ফুলবাড়ীর মানিক
জন্ম থেকে হাত নেই। দুটি পায়ের মধ্যে বাম পা অস্বাভাবিক। নাক, ঠোঁট, তালু কাটা। হাঁটতে গেলেই উঁচু নিচু ভারসাম্য রক্ষা করে চলতে হয়। চলতে গিয়ে খেতে হয় হোঁচট। এরপরও জীবন পথে দমে যায়নি। হাত না থাকলেও পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রামের মানিক রহমান।