বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাই: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন—এই তিনটি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে।’ আজ শুক্রবার সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।