মোকামপুঞ্জির অন্তরালে রাংপানি
ভোরবেলা ঢাকা থেকে সিলেট মাজার গেটে এসে নামল শওকত হোসেন, সিদ্দিক ব্যাপারী, তাসকিনুর পূর্ণ ও ইমন ইশতিয়াক। রনি নামের এক বন্ধুর জন্য এক ঘণ্টা অপেক্ষা। শেষ পর্যন্ত জাফলংয়ের গাড়ি ধরে লালাখাল বাসস্ট্যান্ড। অটোরিকশায় চড়ে ছয়জনে মিলে রওনা লালাখালের নৌকাঘাটে। পৌঁছাতে পৌঁছাতে বেলা ১১টা। তার ওপর ঝিরিঝিরি বৃষ্টি।