সারা বছর অনলাইন ট্যাক্স রিটার্ন, বকেয়ার ওপর মাসে ২ শতাংশ চার্জ
অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই লোকজন দিতে পারবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন, তাদের ট্যাক্স ক্যালকুলেশন এক রকম হবে। এরপর যারা দেবেন, তারাও অনলাইনে দিতে পারবেন, তাদের অটোমেটিক্যালি এক্সট্রা বার্ডেন চলে আসবে। সেটা কত হবে বলে দেই- যে ট্যাক্স বাকি থাকবে...