হলিউডের প্রাণ কিনে নিল আমাজন
বিনোদন দুনিয়ার হালচাল বদলে যাচ্ছে রাতারাতি। করোনা মহামারিতে এই বদলে যাওয়ায় লেগেছে নতুন হাওয়া। মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে। বন্ধ সিনেমা হল, সিনেপ্লেক্স। হলিউড ছবির বাজারে মন্দা যাচ্ছে, কমে যাচ্ছে প্রযোজকদের আয়। এই সুযোগে ওত পেতে থাকা ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন জেগে উঠেছে সজোরে। তার সাড়াও মিলেছে বে