মানিকগঞ্জে হাসপাতালসহ মেডিকেল কলেজ: জমির শ্রেণি বদলে মিলেমিশে লুট
মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি মৌজায় ৯১ শতাংশ জমি ছিল রতন চন্দ্র সাহার। জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০০ নম্বর খতিয়ানের ৬৭৪ নম্বর দাগের এই জমি নাল (নিচু সমতল কৃষিজমি) শ্রেণিভুক্ত।