থানার সামনের জব্দ গাড়ি সরানো হবে
রাজধানীর মোহাম্মদপুরের ব্যস্ততম এলাকা রিং রোড। সেখানেই রাস্তার পাশে ভাড়া বাড়ির দুটি ফ্লোর নিয়ে আদাবর থানা। জায়গা বলতে তাদের এতটুকুই। ফলে দুর্ঘটনা, মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন সড়কেই রাখতে হচ্ছে। জব্দ করা যানবাহনের মধ্যে আছে মোটরসাইকেল, রিকশা থেকে শুরু করে বাস, ট্রাক। এমনকি থানার নিজস