Ajker Patrika

টেকনাফে মাটির গর্তে মিলল ইয়াবা, গ্রেপ্তার ৩ মাদককারবারি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে মাটির গর্তে মিলল ইয়াবা, গ্রেপ্তার ৩ মাদককারবারি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় অভিযান চালিয়ে মাটির গর্ত থেকে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইয়াবাসহ ওই মাদককারবারিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পানছড়িপাড়া গ্রামের মৃত মো. ফকিরের ছেলে মো. ইলিয়াস (৫০), উখিয়ার পশ্চিম ডেকুলিয়া মো. জয়নালের ছেলে মো. হারুন (২২) ও মধ্যম পাইন্যা শিয়া এলাকার নুরুল হকের ছেলে খাইরুল আমিন (৩৫)।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ও সিপিসি-১ যৌথ দল টেকনাফ থানাধীন পানছড়িপাড়া গ্রামের মো. ইলিয়াসের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতবাড়ির উত্তরপাশে থাকা মাটির গর্ত থেকে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবাসহ মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অভিযানকালে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত