Ajker Patrika

বাউফলে মদপানের অভিযোগে আটক ৬ 

বাউফলে মদপানের অভিযোগে আটক ৬ 

পটুয়াখালীর বাউফলে মদপানের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বাউফল-কালাইয়া সড়কে ফিরোজ আলমের বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ৫ বোতল মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বাসভবনের মালিক মো. ফিরোজ আলম (৪০), মো. সাইদুল ইসলাম (২৯), মো. হাসান (২৮), মো. হাবিবুর রহমান (২৯), মো. খালিদ হাসান (২৮) ও তকরিম উদ্দিন আহম্মেদ (৬১)। তাঁদের মধ্যে তকরিম উদ্দিনের বাড়ির ঢাকার বংশালে। বাকি পাঁচ ব্যক্তি বাউফলের ছোট ডালিমা ও দাসপাড়া গ্রামের বাসিন্দা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ৫ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত