কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মো. জমির উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত জমির উদ্দিন বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ বটতলা এলাকার বহদ্দার বাড়ির জেবল হোসেনের ছেলে। তিনি কেইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, গতকাল রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জমির উদ্দিন। পথিমধ্যে বরুমছড়া সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে যায় এবং অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্ব আহত হন জমির। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাঁশখালী থেকে ট্রাকে করে পানিযুক্ত অপরিশোধিত লবণ আনা হয়। ওই সব লবণের ঝরে পড়া পানি বরুমছড়া সড়ক পিচ্ছিল করে তুলছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মূলত লবণের পানিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে সড়কটি। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও তা বন্ধে প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
নিহতের চাচা সাহাব উদ্দিন বলেন, গতকাল জমির ও দুই আত্মীয় মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বরুমছড়া সড়কে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। আজ ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে জব্দ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মো. জমির উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত জমির উদ্দিন বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ বটতলা এলাকার বহদ্দার বাড়ির জেবল হোসেনের ছেলে। তিনি কেইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, গতকাল রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জমির উদ্দিন। পথিমধ্যে বরুমছড়া সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে যায় এবং অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্ব আহত হন জমির। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাঁশখালী থেকে ট্রাকে করে পানিযুক্ত অপরিশোধিত লবণ আনা হয়। ওই সব লবণের ঝরে পড়া পানি বরুমছড়া সড়ক পিচ্ছিল করে তুলছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মূলত লবণের পানিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে সড়কটি। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও তা বন্ধে প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
নিহতের চাচা সাহাব উদ্দিন বলেন, গতকাল জমির ও দুই আত্মীয় মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বরুমছড়া সড়কে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। আজ ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে জব্দ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ ধরা পড়েছে। আজ রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি ধরা পড়ে।
৭ মিনিট আগেজুলাই আন্দোলনে হামলার ঘটনায় ৯ মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার সংগঠনের জেলা মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি
৯ মিনিট আগেরাজবাড়ীতে হত্যা মামলার তদন্তে গিয়ে জনরোষে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় স্থানীয়দের মারধরের শিকার হন তিনি। আজ রোববার বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে