ভালোবাসার বসন্তে ভেসেছেন তারকারাও
শীত ও বসন্তের মিশেল এখন প্রকৃতিতে। রাতে যেমন শীত, দিনেও তেমন পাখি ডাকছে, শিমুল ফুটছে। এমনই দিনে উদ্যাপিত হচ্ছে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। তারকারাও সেজেছেন বসন্তের সাজে, কেউ দিয়েছেন ভালোবাসার বার্তা। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গিয়েছে একঝাঁক তারকার এমন দিনের খবর।