বিএনপির সমাবেশ: সড়কে প্রস্তুত পুলিশ, ‘নাশকতা হলেই’ ব্যবস্থা
গোলাপবাগ থেকে মুগদা স্টেডিয়ামের দূরত্ব এক কিলোমিটারের বেশি। পুরো রাস্তাজুড়ে বিএনপির নেতা-কর্মীরা, যা ছুঁয়েছে বাসাবো পর্যন্ত। স্টেডিয়ামের সামনে টিটিপাড়া চেকপোস্টে দেখা মিলল পুলিশের বড় জমায়েত। রায়ট কার, এপিসি, পানি মারার গাড়িসহ জমায়েত ছত্রভঙ্গ করার সবকিছুই এখানে দাঁড় করানো