Ajker Patrika

শুক্রবার পাল্টাপাল্টি সমাবেশ: ঢাকার প্রবেশপথে পুলিশের তল্লাশি শুরু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৯: ০৬
শুক্রবার পাল্টাপাল্টি সমাবেশ: ঢাকার প্রবেশপথে পুলিশের তল্লাশি শুরু

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে। এরই মধ্যে আব্দুল্লাহপুরে বসানো চেক পোস্ট তল্লাশি শুরু হয়েছে। 

রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরার আব্দুল্লাহপুরে বুধবার (২৬ জুলাই) রাত ৮টা থেকে চেকপোস্ট বসানো হয়েছে। চলছে তল্লাশি। যদিও রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি পুলিশ।

সরেজমিনে রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর সড়কের মাঝে ব্যারিকেড দিয়ে পুলিশকে মালবাহী ট্রাক, লড়ি ও জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ছাড়া সব যাত্রীবাহী পরিবহনে তল্লাশি করতে দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'রাত ৮টা থেকে ২টা পর্যন্ত প্রায় আড়াই শতাধিক বিভিন্ন ধরনের গাড়ি চেক করা হয়েছে। চেক করা এসব গাড়ির মধ্যে প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন গাড়ি রয়েছে।'

তিনি বলেন, 'বিভিন্ন গাড়ি চল্লাশি করা হলেও সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। তবে বিকেলে ১ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের মাদক ব্যবসায়ী তারেককে গ্রেপ্তার করা হয়েছে। দিনের বেলাতেও ঢিলেঢালাভাবে চেকপোস্ট কার্যক্রম চলেছে।'

ওসি নাসির উদ্দিন আরও বলেন, 'আমাদের চেকপোস্ট সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিনিয়ত চলে। তবে বিশেষ কারণে এবং বিশেষ বিশেষ সময়ে জোরদার করা হয়।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত