‘হামার ঘরত পানি নামতে না নামতে আবার পানি আসইপের লাগছে’
‘হামার ঘরত পানি নামতে না নামতে আবার পানি আসইপের লাগছে। প্রতিবন্ধী স্বামী, নাতি নাতনি নিয়ে খুব কষ্টে আছি। কোনো ত্রাণ পাই নাই, এলাও পাইলাম না’। এ কথা বলেন, রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরোনো বাজার এলাকার বানভাসি রিনা বেগম (৭০)।