শুধু শাড়ি নয়, লুঙ্গি–পায়জামা থেকেও ‘ক্যানসার’ হতে পারে
ভারতীয় উপমহাদেশের নারীদের আটপৌরে পোশাক শাড়ি। বহুকাল ধরেই এ অঞ্চলের নারীরা এ পোশাকে অভ্যস্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নারীদের এ শাড়ি পরা নিয়ে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, নারী শাড়ি থেকে ছড়াচ্ছে বিষাক্ত ক্যানসার! শাড়িতেই লুকিয়ে, ক্যানসারের মারণ ছোবল। এই ক্যানসারের নাম ‘শাড়ি ক্যানসার’। যার মূলে না