বিশ্বের প্রথম অক্টোপাসের খামার স্পেনে, বিজ্ঞানীদের উদ্বেগ
গোপনীয় নথি থেকে জানা যায়, একটি পানির কন্টেইনারে মাইনাস ৩ সেলসিয়াসের তাপমাত্রার মধ্যে রেখে হত্যা করা হবে অক্টোপাসগুলোকে। আর এই পদ্ধতিতে মৃত্যু ধীরে এবং যন্ত্রণাদায়ক হয়। সে ক্ষেত্রে জেলেরা যেভাবে মাথায় আঘাত করে হত্যা করে ওই পদ্ধতিকে কম যন্ত্রণার বলছেন অনেক।