উৎসব ঘুরে দেশের হলে আদিম
‘আদিম’-এর সঙ্গে জড়িয়ে আছে নির্মাতা যুবরাজ শামীমের পাঁচ বছরের পরিশ্রম, একাগ্রতা, স্বপ্নভঙ্গ আর ঘুরে দাঁড়ানোর গল্প। ২০১৭ সালে যখন তিনি সিনেমাটির পরিকল্পনা করেন, তখনো জানতেন না কীভাবে তৈরি হবে, কারা অভিনয় করবেন, অর্থ জোগাড়ই-বা হবে