শিল্পমন্ত্রীর কাছে লবণ বোর্ড গঠনের দাবি এমপির
তাঁতিদের জন্য তাঁত বোর্ড, চা চাষিদের জন্য চা বোর্ড—এ রকম সবকিছুর জন্য বোর্ড থাকলেও লবণচাষি ও শিল্পের জন্য কেন বোর্ড নেই। লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, লবণচাষি ও শিল্পের উন্নয়নে এ রকম লবণ বোর্ড গঠনের দাবি উঠেছে এই শিল্প-সংশ্লিষ্ট সবার।