তাকদীরের গল্পে তৈরি হলো তেলুগু সিরিজ
ফ্রিজার ভ্যানচালক তাকদীর। একদিন সে হঠাৎ তার ভ্যানের ভেতর খুঁজে পায় এক নারীর মৃতদেহ। তাকদীর বুঝতে পারে না, এ লাশ তার ভ্যানের ভেতর কীভাবে এল! এরপর থানা-পুলিশ, সাংবাদিক, হুমকি ফোন—সব মিলিয়ে বিষয়টি জটিল আকার ধারণ করে। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়ে যেতে থাকে তাকদীর।