কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। চলচ্চিত্রপ্রেমীদের সেই কৌতূহল মিটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুকে মৃণাল চরিত্রে চঞ্চলের কী রূপে ধরা দিয়েছেন, তা প্রকাশ করা হয়। সেই সঙ্গে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও তুলে ধরা হয়েছে।
মৃণাল সেনের তিন বয়সের রূপ প্রকাশ পেয়েছে। সিগারেট হাতে ভাবুক মৃণাল সেন হিসেবে চঞ্চলকে দেখে চমকে গেছেন অনেকেই। ....
অন্যান্য লুকে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরী। অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে।
গীতা চরিত্রে মনামী ঘোষকেও বেশ মানিয়েছে। গীতা সেনের পুরো জীবনটাই তাকে ধারণ করতে হবে। সেজন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হতে পারে।
এরই মধ্যে ‘পদাতিক’–এর শুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল; যোগ দেবেন ‘পদাতিক’ দলের সঙ্গে।
মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন।
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। চলচ্চিত্রপ্রেমীদের সেই কৌতূহল মিটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুকে মৃণাল চরিত্রে চঞ্চলের কী রূপে ধরা দিয়েছেন, তা প্রকাশ করা হয়। সেই সঙ্গে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও তুলে ধরা হয়েছে।
মৃণাল সেনের তিন বয়সের রূপ প্রকাশ পেয়েছে। সিগারেট হাতে ভাবুক মৃণাল সেন হিসেবে চঞ্চলকে দেখে চমকে গেছেন অনেকেই। ....
অন্যান্য লুকে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরী। অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে।
গীতা চরিত্রে মনামী ঘোষকেও বেশ মানিয়েছে। গীতা সেনের পুরো জীবনটাই তাকে ধারণ করতে হবে। সেজন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হতে পারে।
এরই মধ্যে ‘পদাতিক’–এর শুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল; যোগ দেবেন ‘পদাতিক’ দলের সঙ্গে।
মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৪ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৬ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
৯ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
৯ ঘণ্টা আগে