কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। চলচ্চিত্রপ্রেমীদের সেই কৌতূহল মিটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুকে মৃণাল চরিত্রে চঞ্চলের কী রূপে ধরা দিয়েছেন, তা প্রকাশ করা হয়। সেই সঙ্গে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও তুলে ধরা হয়েছে।
মৃণাল সেনের তিন বয়সের রূপ প্রকাশ পেয়েছে। সিগারেট হাতে ভাবুক মৃণাল সেন হিসেবে চঞ্চলকে দেখে চমকে গেছেন অনেকেই। ....
অন্যান্য লুকে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরী। অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে।
গীতা চরিত্রে মনামী ঘোষকেও বেশ মানিয়েছে। গীতা সেনের পুরো জীবনটাই তাকে ধারণ করতে হবে। সেজন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হতে পারে।
এরই মধ্যে ‘পদাতিক’–এর শুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল; যোগ দেবেন ‘পদাতিক’ দলের সঙ্গে।
মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন।
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। চলচ্চিত্রপ্রেমীদের সেই কৌতূহল মিটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুকে মৃণাল চরিত্রে চঞ্চলের কী রূপে ধরা দিয়েছেন, তা প্রকাশ করা হয়। সেই সঙ্গে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও তুলে ধরা হয়েছে।
মৃণাল সেনের তিন বয়সের রূপ প্রকাশ পেয়েছে। সিগারেট হাতে ভাবুক মৃণাল সেন হিসেবে চঞ্চলকে দেখে চমকে গেছেন অনেকেই। ....
অন্যান্য লুকে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরী। অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে।
গীতা চরিত্রে মনামী ঘোষকেও বেশ মানিয়েছে। গীতা সেনের পুরো জীবনটাই তাকে ধারণ করতে হবে। সেজন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হতে পারে।
এরই মধ্যে ‘পদাতিক’–এর শুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল; যোগ দেবেন ‘পদাতিক’ দলের সঙ্গে।
মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে