অবসরের চিন্তা মাথায়ই আনছেন না ফেদেরার
রেকর্ড ২০ তম গ্র্যান্ড স্লামের শেষটি জিতেছিলেন অস্ট্রেলিয়ায়, ২০১৮ সালে। পরের দুই বছর মেলবোর্ন পার্কের প্রিয় হার্ড কোর্টে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। তবু ভক্তদের আশ্বাস দিয়েছিলেন, ফিরবেন আরও শক্তিশালী হয়ে।