টেনিস কোর্টে চলতি বছরটা খুব একটা ভালো কাটেনি সিমোনা হালেপের। গ্র্যান্ড স্লাম জয়ের ধারেকাছেও যেতে পারেননি। সদ্য সমাপ্ত ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন শেষ ষোলো পর্বেই। শিরোপার স্বাদ বলতে কেবল সিনসিনাটি মাস্টার্স।
কোর্টের এসব দুস্মৃতি অবশ্য কোর্টেই ফেলে আসেন হালেপ। ২৯ বছর বয়সী রোমানিয়ান তারকা বাইরের জীবনটা কাটান নিজের মতো করে। গতকাল তো নিজের জীবনটাকে আরও পূর্ণতায় ভরিয়ে দিলেন তিনি।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষটিকেই বিয়ে করলেন হালেপ। তাঁর স্বামী টনি ইউরুক একজন ধনকুবের।
শুভকাজ সম্পন্ন করতে নিজ শহর কন্সতান্তাকেই বেছে নিয়েছেন হালেপ। কৃষ্ণ সাগর পাড়ের শহরটিতে কাল বেশ জাঁকালো পরিবেশেই হয়েছে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিত সাংবাদিকরাও।
নতুন জীবনের অনুভূতি জানাতে গিয়ে হালেপ বলেছেন, ‘এটা সুন্দর মুহূর্তগুলোর একটি। আমি সত্যিই আবেগাপ্লুত। এই আবেগ গ্র্যান্ড স্লাম জয় থেকে একদম আলাদা। টেনিস আমার জীবনের অংশ, বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা হওয়ায় খুব খুশি।’
টেনিস কোর্টে চলতি বছরটা খুব একটা ভালো কাটেনি সিমোনা হালেপের। গ্র্যান্ড স্লাম জয়ের ধারেকাছেও যেতে পারেননি। সদ্য সমাপ্ত ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন শেষ ষোলো পর্বেই। শিরোপার স্বাদ বলতে কেবল সিনসিনাটি মাস্টার্স।
কোর্টের এসব দুস্মৃতি অবশ্য কোর্টেই ফেলে আসেন হালেপ। ২৯ বছর বয়সী রোমানিয়ান তারকা বাইরের জীবনটা কাটান নিজের মতো করে। গতকাল তো নিজের জীবনটাকে আরও পূর্ণতায় ভরিয়ে দিলেন তিনি।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষটিকেই বিয়ে করলেন হালেপ। তাঁর স্বামী টনি ইউরুক একজন ধনকুবের।
শুভকাজ সম্পন্ন করতে নিজ শহর কন্সতান্তাকেই বেছে নিয়েছেন হালেপ। কৃষ্ণ সাগর পাড়ের শহরটিতে কাল বেশ জাঁকালো পরিবেশেই হয়েছে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিত সাংবাদিকরাও।
নতুন জীবনের অনুভূতি জানাতে গিয়ে হালেপ বলেছেন, ‘এটা সুন্দর মুহূর্তগুলোর একটি। আমি সত্যিই আবেগাপ্লুত। এই আবেগ গ্র্যান্ড স্লাম জয় থেকে একদম আলাদা। টেনিস আমার জীবনের অংশ, বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা হওয়ায় খুব খুশি।’
হেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগে