ক্রীড়া ডেস্ক
টেনিস কোর্টে চলতি বছরটা খুব একটা ভালো কাটেনি সিমোনা হালেপের। গ্র্যান্ড স্লাম জয়ের ধারেকাছেও যেতে পারেননি। সদ্য সমাপ্ত ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন শেষ ষোলো পর্বেই। শিরোপার স্বাদ বলতে কেবল সিনসিনাটি মাস্টার্স।
কোর্টের এসব দুস্মৃতি অবশ্য কোর্টেই ফেলে আসেন হালেপ। ২৯ বছর বয়সী রোমানিয়ান তারকা বাইরের জীবনটা কাটান নিজের মতো করে। গতকাল তো নিজের জীবনটাকে আরও পূর্ণতায় ভরিয়ে দিলেন তিনি।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষটিকেই বিয়ে করলেন হালেপ। তাঁর স্বামী টনি ইউরুক একজন ধনকুবের।
শুভকাজ সম্পন্ন করতে নিজ শহর কন্সতান্তাকেই বেছে নিয়েছেন হালেপ। কৃষ্ণ সাগর পাড়ের শহরটিতে কাল বেশ জাঁকালো পরিবেশেই হয়েছে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিত সাংবাদিকরাও।
নতুন জীবনের অনুভূতি জানাতে গিয়ে হালেপ বলেছেন, ‘এটা সুন্দর মুহূর্তগুলোর একটি। আমি সত্যিই আবেগাপ্লুত। এই আবেগ গ্র্যান্ড স্লাম জয় থেকে একদম আলাদা। টেনিস আমার জীবনের অংশ, বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা হওয়ায় খুব খুশি।’
টেনিস কোর্টে চলতি বছরটা খুব একটা ভালো কাটেনি সিমোনা হালেপের। গ্র্যান্ড স্লাম জয়ের ধারেকাছেও যেতে পারেননি। সদ্য সমাপ্ত ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন শেষ ষোলো পর্বেই। শিরোপার স্বাদ বলতে কেবল সিনসিনাটি মাস্টার্স।
কোর্টের এসব দুস্মৃতি অবশ্য কোর্টেই ফেলে আসেন হালেপ। ২৯ বছর বয়সী রোমানিয়ান তারকা বাইরের জীবনটা কাটান নিজের মতো করে। গতকাল তো নিজের জীবনটাকে আরও পূর্ণতায় ভরিয়ে দিলেন তিনি।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষটিকেই বিয়ে করলেন হালেপ। তাঁর স্বামী টনি ইউরুক একজন ধনকুবের।
শুভকাজ সম্পন্ন করতে নিজ শহর কন্সতান্তাকেই বেছে নিয়েছেন হালেপ। কৃষ্ণ সাগর পাড়ের শহরটিতে কাল বেশ জাঁকালো পরিবেশেই হয়েছে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিত সাংবাদিকরাও।
নতুন জীবনের অনুভূতি জানাতে গিয়ে হালেপ বলেছেন, ‘এটা সুন্দর মুহূর্তগুলোর একটি। আমি সত্যিই আবেগাপ্লুত। এই আবেগ গ্র্যান্ড স্লাম জয় থেকে একদম আলাদা। টেনিস আমার জীবনের অংশ, বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা হওয়ায় খুব খুশি।’
আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
৭ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৭ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
৯ ঘণ্টা আগে