বরিশালে ইন্ডাস্ট্রি গড়তে যা দরকার, তা সরকারকে দিতে হবে: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বরিশালে ইন্ডাস্ট্রি গড়তে হবে। এ জন্য যা কিছু প্রয়োজন, তা সরকারকে দিতে হবে। আজ শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।