অতীতের অন্যান্য প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বা অংশীদারি চুক্তির চেয়ে এবারের পিএসসি আকর্ষণীয় হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্রে বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে মনে করছে পেট্রোবাংলা। বঙ্গোপসাগরের ২৪টি ব্লকে ডাকা তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলন দরপত্রের পর আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ডাকা সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল রোববার বঙ্গোপসাগরের অগভীর ৯টি এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লকে তেল, গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। আন্তর্জাতিক ৫৫টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে বলে মনে ধারণা তাদের।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি এবারের দরপত্রে ব্যাপক সাড়া মিলবে। ব্রেন্ট ত্রুড অয়েলের (অপরিশোধিত তেল) সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করাটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে। বেশ কিছু বিষয় যুক্ত করে দরপত্রকে বিদেশিদের জন্য আকর্ষণীয় করা হয়েছে। যারা আগ্রহী তাদের জন্য ৪ বছরের সার্ভে করার সুযোগ রাখা হয়েছে। এরপর তারা অনুসন্ধানে যেতে আবার সময় নেবে।’
তিনি আরও বলেন, ‘যারা এত দিন আগ্রহ দেখিয়েছিল, তারা এগিয়ে আসবে বলে আশা করছি। সমালোচনা যারা করেন তাদের মুখে ছাই দিয়ে আমরা আর্থিক ব্যবস্থাপনার ওপর একটি ইতিবাচক জায়গা দেখাতে পেরেছি। এই যাত্রা যে শুরু হলো, তা যেন সাফল্যমণ্ডিত হয় সে আশা করেছি।’
এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বহু প্রতীক্ষার পর তেল গ্যাস অনুসন্ধানের প্রাথমিক কাজ আজ থেকে শুরু হলো। ২৪টি ব্লকে আমরা ব্রিডিং শুরু করছি। আমরা চাচ্ছি সারা বিশ্বের বিখ্যাত ও অভিজ্ঞ কোম্পানি যেন এতে অংশ নেয়। ২০১৬ সালে এই কাজ শুরু করেছিলাম। মাল্টিক্লায়েন্ট সার্ভে করতে আমাদের তিন বছর চলে গেছে। ১৩ হাজার বর্গ কিলোমিটারের তথ্য এখন আমাদের হাতে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রতিযোগিতামূলকভাবে এই ব্রিডিং অনুষ্ঠিত হবে বলে আশা করছি। রমজানের পরে প্রি বিড মিটিং হবে। সেখানে আগ্রহী কোম্পানিগুলো অংশ নেবে বলে আশা করছি।’
সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব নুরুল আলম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন।
অতীতের অন্যান্য প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বা অংশীদারি চুক্তির চেয়ে এবারের পিএসসি আকর্ষণীয় হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্রে বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে মনে করছে পেট্রোবাংলা। বঙ্গোপসাগরের ২৪টি ব্লকে ডাকা তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলন দরপত্রের পর আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ডাকা সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল রোববার বঙ্গোপসাগরের অগভীর ৯টি এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লকে তেল, গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। আন্তর্জাতিক ৫৫টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে বলে মনে ধারণা তাদের।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি এবারের দরপত্রে ব্যাপক সাড়া মিলবে। ব্রেন্ট ত্রুড অয়েলের (অপরিশোধিত তেল) সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করাটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে। বেশ কিছু বিষয় যুক্ত করে দরপত্রকে বিদেশিদের জন্য আকর্ষণীয় করা হয়েছে। যারা আগ্রহী তাদের জন্য ৪ বছরের সার্ভে করার সুযোগ রাখা হয়েছে। এরপর তারা অনুসন্ধানে যেতে আবার সময় নেবে।’
তিনি আরও বলেন, ‘যারা এত দিন আগ্রহ দেখিয়েছিল, তারা এগিয়ে আসবে বলে আশা করছি। সমালোচনা যারা করেন তাদের মুখে ছাই দিয়ে আমরা আর্থিক ব্যবস্থাপনার ওপর একটি ইতিবাচক জায়গা দেখাতে পেরেছি। এই যাত্রা যে শুরু হলো, তা যেন সাফল্যমণ্ডিত হয় সে আশা করেছি।’
এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বহু প্রতীক্ষার পর তেল গ্যাস অনুসন্ধানের প্রাথমিক কাজ আজ থেকে শুরু হলো। ২৪টি ব্লকে আমরা ব্রিডিং শুরু করছি। আমরা চাচ্ছি সারা বিশ্বের বিখ্যাত ও অভিজ্ঞ কোম্পানি যেন এতে অংশ নেয়। ২০১৬ সালে এই কাজ শুরু করেছিলাম। মাল্টিক্লায়েন্ট সার্ভে করতে আমাদের তিন বছর চলে গেছে। ১৩ হাজার বর্গ কিলোমিটারের তথ্য এখন আমাদের হাতে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রতিযোগিতামূলকভাবে এই ব্রিডিং অনুষ্ঠিত হবে বলে আশা করছি। রমজানের পরে প্রি বিড মিটিং হবে। সেখানে আগ্রহী কোম্পানিগুলো অংশ নেবে বলে আশা করছি।’
সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব নুরুল আলম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। একই সময়ে আরও কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে।
৪ ঘণ্টা আগেচিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযো
৬ ঘণ্টা আগেনির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলের) এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধির সমন্বয়ে একটি বাছাই কমিটি করা হবে। ওই কমিটি একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করবে এবং রাষ্ট্রপতি তাঁকেই প্রধান উপদেষ্টা
৭ ঘণ্টা আগেবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা মহানগরের আওতাধীন চারটি জোনের নিম্ন আয়ের বসতি এলাকায় নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
৮ ঘণ্টা আগে