‘বাবার কোলে ছটফট করতে করতেই মারা গেল পরশ’
বাবার কোলে নিশ্চিন্তে বসে ছিল শিশুটি। বাসের কাচের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাবাকে বারবার প্রশ্ন করছিল, ‘এটা কী, ওটা কী।’ তার কৌতূহলী চোখ নতুন কিছু দেখার জন্য সারাক্ষণ পড়ে ছিল বাইরে। কিন্তু কে জানত, সামনেই তার জন্য অপেক্ষা করছে মৃত্যু।