Ajker Patrika

গৌরীপুর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের বাসভবন আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। 

ঘটনার খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসার সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। 

বাস ভবনে আগুন। ছবি: আজকের পত্রিকাগৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাদা আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় চেয়ারম্যানের বাসায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন বাসায় ছড়িয়ে পড়ে। বাসার সকল আসবাবপত্র ও টিনের চালা আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় বাসায় কেউ ছিল না। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাসার দরজা-জানালা কাঠের ও টিনের চালা। যে কারণে আগুন মুহূর্তেই সারা বাসায় ছড়িয়ে পড়ে। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত