গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম।
মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার দিকে ডলি রাণী দাস শৌচাগারের জন্য ঘর থেকে বের হলে প্রতিমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এ সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন তিনি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতি বছর দুর্গাপূজায় এখানে মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতিমা গড়া হয়। এবারও প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর ও সামনে মজবুত গেট রয়েছে, যা রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে।
গৌরীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রতন সরকার বলেন, গত বছর গৌরীপুরে ৬৩টি মণ্ডপে পূজা উদ্যাপন করা হয়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা এর আগে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আমরা বিস্মিত, পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটক ইয়াসিন অনেকটা প্রতিবন্ধীর মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতিমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম।
মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার দিকে ডলি রাণী দাস শৌচাগারের জন্য ঘর থেকে বের হলে প্রতিমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এ সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন তিনি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতি বছর দুর্গাপূজায় এখানে মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতিমা গড়া হয়। এবারও প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর ও সামনে মজবুত গেট রয়েছে, যা রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে।
গৌরীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রতন সরকার বলেন, গত বছর গৌরীপুরে ৬৩টি মণ্ডপে পূজা উদ্যাপন করা হয়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা এর আগে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আমরা বিস্মিত, পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটক ইয়াসিন অনেকটা প্রতিবন্ধীর মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতিমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)।
৩ মিনিট আগেনাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযানে কোটি টাকার মালামাল ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।
১১ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে