গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩
রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন, শাকিল খন্দকার (২৪),২। জুয়েল খন্দকার (৪৮) ও ৩। শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।