‘গুলশানে ১০ তলা থেকে প্রায় লাফ দিয়েছিলেন ওরা, বাঁচলেন টর্চের আলো দেখে’
পেশাগত কাজে গুলশানে ওই বাসার দশতলায় গিয়েছিলেন আশুলিয়া থেকে আসা দুজন। আশপাশে আগুনের ধোয়ায় যখন অন্ধকার, তখন ঠাঁই নেন দশতলার বেলকনিতে। জীবন বাঁচাতে সেখান থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টর্চের আলো চোখে পড়লে থেকে যান তাঁরা। পরে এপাশ থেকে লাফ দিতে নিষেধ করা করা হলে থেমে যান দুজন। এভাবে বেঁচে য