Ajker Patrika

ফখরুলকে আটকের ১০ মিনিট আগে বাসার সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেয় পুলিশ, দাবি স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১: ২০
ফখরুলকে আটকের ১০ মিনিট আগে বাসার সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেয় পুলিশ, দাবি স্ত্রীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করেছে ডিবি। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। তাঁর আটকের ১০ মিনিট আগে ডিবির কয়েকজন সদস্য বাসায় এসে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যান। এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম।

ডিবি পুলিশ মির্জা ফখরুলকে আটক করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। পরে ডিবির গুলশান বিভাগের এডিসি হাফিজ আল আসাদ বিএনপির মহাসচিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসা থেকে আটক করে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

মির্জা ফখরুলের আটকের বিষয়ে তাঁর স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর সিসি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক খুলে নেন। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যান।’ তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ।’

এর আগে আজ সকাল ৮টার পর বিএনপির মহাসচিবের গুলশানের বাসার সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত