জীবনধারা ডেস্ক
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে