আজাজের অবিস্মরণীয় কীর্তির বল ঠাঁই পাচ্ছে জন্মশহরের জাদুঘরে
যে শহরে জন্ম, সেই মুম্বাই-ই আজাজ প্যাটেলকে দিয়েছে জীবনের অন্যতম সেরা উপহার। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ৪ ডিসেম্বর ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়েছেন এই কীর্তি। এরপর থেকে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার।