গাজী মাজহারুল আনোয়ারের নামে মিউজিক একাডেমির পরিকল্পনা পরিবারের
গান লেখা, সুর করা, সিনেমা নির্মাণ—সব ক্ষেত্রেই সফল ছিলেন আব্বু (গাজী মাজহারুল আনোয়ার)। তিনি ছিলেন মাটির মানুষ, ভালো মনের মানুষ। কখনোই অহংকার করতেন না। সবার সঙ্গে মিশতে ভালোবাসতেন। সম্মানহানি হবে—এমন কাজ কখনোই করতেন না, সন্তানদেরও করতে দিতেন না। তাঁর মধ্যে অসম্ভব কৃতজ্ঞতাবোধ ছিল।