কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।
বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন রশিদ খান। একটা সময়ে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে কলকাতায় শুরু হয় ট্রিটমেন্ট। তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীতচর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর এক সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।
বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন রশিদ খান। একটা সময়ে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে কলকাতায় শুরু হয় ট্রিটমেন্ট। তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীতচর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর এক সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
১ ঘণ্টা আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
২ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৮ ঘণ্টা আগে