Ajker Patrika

বাল্যবন্ধুর সঙ্গে বাগদান, বিয়ের অপেক্ষায় ‘রোমাঞ্চিত’ চার্লি পুথ 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪৫
বাল্যবন্ধুর সঙ্গে বাগদান, বিয়ের অপেক্ষায় ‘রোমাঞ্চিত’ চার্লি পুথ 

জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ এরই মধ্যে দীর্ঘদিনের বান্ধবী ব্রুকি সানসোনের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। এখন নতুন জীবনের অপেক্ষায় তিনি। এক টুইট (এক্স) বার্তায় তিনি লিখেছেন, ‘বিয়ে নিয়ে আমি খুব রোমাঞ্চিত’। তবে তাঁরা কবে বিয়ে করছেন, তা জানাননি এই গায়ক।

গত সেপ্টেম্বরে বান্ধবী ব্রুকিকে বিয়ের প্রস্তাব দিতে নিউইয়র্কে উড়ে যান চার্লি পুথ। বান্ধবী থেকে হ্যাঁ সূচক উত্তর পেয়ে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়ে চার্লি পুথ লিখেছিলেন, ‘আমি আজ সবচেয়ে সুখী এবং আমার জীবন সবচেয়ে বিকশিত—এ সবকিছুর পেছনে তোমারই অবদান, ব্রুকি।’

ইনস্টাগ্রামে পোস্ট করা সেলফিতে পুথ ও ব্রুকিকে সাদা ওয়াইনের গ্লাস ধরে থাকতে দেখা যায়। আর ব্রুকির বাম হাতে বাগদানের আংটি দেখা গেছে।

চার্লি পুথ ও বান্ধবী ব্রুকি—দুজনেই নিউ জার্সির বাসিন্দা। ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে চার্লি পুথের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তাঁরা। চার্লি পুথ তখন জানিয়েছিলেন, ‘সে এমন একজন যার সঙ্গে আমি বড় হয়েছি, দীর্ঘ সময়ের জন্য জীবনে পরিচিত এমন কাউকে পাওয়া সুন্দর। ভবিষ্যতে কঠিন সময় এলেও, সে আমার পাশে থাকবে।’

বান্ধবী ব্রুকি সানসোনের সঙ্গে চার্লি পুথগত বছরের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ক্লাইভ ডেভিসের প্রি-গ্র্যামি গালার রেড কার্পেটে পুথ ও ব্রুকি জনসমক্ষে প্রথমবার দেখা দেন। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে পুথের পরিবারের সদস্যদের সঙ্গে নিউইয়র্ক সিটিতে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘সি ইউ অ্যাগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান চার্লি পুথ। এতে তাঁর সহশিল্পী ছিলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষ স্থান ধরে রেখেছিল গানটি। গ্র্যামিতেও পেয়েছিল মনোনয়ন।

এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান কল অ্যাওয়ে’ এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত