উন্নয়নের নামে বৃক্ষ নিধন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১৫টি গাছ কাটা হয়েছে। এর মধ্যে সাতটি অর্ধশতাব্দীর বেশি পুরোনো। আরও বেশকিছু গাছ কাটার তোড়জোড় চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন প্রশাসনিক এবং অ্যাকাডেমিক ভবন নির্মাণের জায়গা তৈরি করতে এসব গাছ কাটা হয়েছে।