১৪ জুলাই পর্যন্ত লোহাগাড়ায় কোনো পশুর হাট বসবে না
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৪ জুলাই পর্যন্ত উপজেলার কোথাও পশুর হাট বসবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু। গতকাল রোববার বিকেলে কঠোর লকডাউনের ৪র্থ দিনে উপজেলার পদুয়া তেওয়ারীহাটের পশুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।