Ajker Patrika

১৪ জুলাই পর্যন্ত লোহাগাড়ায় কোনো পশুর হাট বসবে না

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১২: ১৫
১৪ জুলাই পর্যন্ত লোহাগাড়ায় কোনো পশুর হাট বসবে না

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৪ জুলাই পর্যন্ত কোথাও পশুর হাট বসবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু। গতকাল রোববার বিকেলে কঠোর লকডাউনের চতুর্থ দিনে উপজেলার পদুয়া তেওয়ারী হাটের পশুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অভিযানে হাটে জনসচেতনতামূলক মাইকিং করা হয় এবং ১৪ জুলাই পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার সব পশুর হাট বন্ধের ঘোষণা দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন, বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মো. মুক্তাদির আহমেদ আসিফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও সেনাবাহিনীর সদস্যরা।

ইউএনও মো. আহসান হাবিব জিতু বলেন, 'উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হাইওয়েতে পশুর হাট বসার কোনো প্রশ্নই ওঠে না। ১৪ জুলাই পর্যন্ত উপজেলায় কোনো স্থানে কোনো ধরনের পশুর হাট বসানো যাবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে পদুয়া তেওয়ারী হাট–বাজারের ইজারাদার আহম্মদ কবির সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা মানতে তাঁরা সব সময় প্রস্তুত রয়েছেন। বর্তমানে কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ মেনে পশু ক্রয়-বিক্রয় করতে প্রস্তুত রয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত