‘সব সময় সিঁড়ি ভেঙে আসি, সিঁড়ি ভেঙে উঠি’
গণভবনে লিফট থাকলেও তা ব্যবহার করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'এই গণভবনে একটা লিফট আছে। সেখানে কিন্তু আমি যাতায়াত করি না। সব সময় সিঁড়ি ভেঙ্গে আসি, সিঁড়ি ভেঙ্গে উঠি। দেখি যতদিন পারি সেইভাবেই চলবো।'