হুমকিতে শহর রক্ষা বাঁধ
খুলনা শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ইতিমধ্যে ধসে গেছে। এর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বাঁধে অবৈধভাবে পাকা, আধা পাকা, কাঁচা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ইট-বালু রেখে ব্যবসা করে যাচ্ছেন অনেকে। এসব কারণে প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বাঁধ হুমকির মুখে পড়েছে।