খুবির প্রিয় মুখ আলেক চাচাকে নতুন ভ্যান দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী শওকত রহমান বলেন, ‘আলেক চাচা আমাদের ছাত্রজীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর দোকানে বসেই কেটেছে কত আড্ডা, আলোচনা আর স্বপ্ন দেখার সময়। তাঁর দুঃসময়ে কিছু করতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা যখন বন্ধু ও বড় ভাইদের কাছে আলেক চাচার কথা বললাম, সবাই সঙ্গে...