সরকারি কর্মকর্তা হতে চান নড়াইলের রুমকি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ইশানগাতী গ্রামের আব্দুর রউপ মোল্যার ও মা আবেদা বেগমের সন্তান রুমকি। জন্ম থেকে রুমকি খানম প্রতিবন্ধী। তাঁর দুই হাত ও পা অচল, তবুও দমেনি সে। পড়াশোনা করে হতে চায় বড় কর্মকর্তা। ছোট বেলায় রুমকিকে পড়াশোনা করাতে চাননি তার মা-বাবা। তবে মেয়ের অদম্য আগ্রহে তাকে গ্রামের