যশোরের সবজি যাচ্ছে ১৪ দেশে
যশোরের মনিরামপুরে কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজি যাচ্ছে বিদেশে। জৈব কীটনাশক ব্যবহার করে উৎপাদিত এ অঞ্চলের ৩০০ কৃষকের খেতের সবজি সৌদি আরব, লন্ডন, জার্মান, ফ্রান্স, ইতালিসহ বিশ্বের উন্নত ১৪টি দেশে রপ্তানি হচ্ছে। ফলে একদিকে যেমন কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি।